বাজিস-৩ : নওগাঁ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ১৬ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৬শ টাকা বিতরণ

127

বাজিস-৩
নওগাঁ- প্রতিবন্ধী ভাতা
নওগাঁ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ১৬ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৬শ টাকা বিতরণ
নওগাঁ, ১৮ আগস্ট, ২০১৯(বাসস): জেলায় বিগত ২০১৮-১৯ আর্থিক বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচির আওতায় মোট ১৯ হাজার ৮শ ৭৯ জন উপকারভোগীর মধ্যে ১৬ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৬শ টাকা বিতরণ করা হয়েছে। বিগত অর্থ বছরে সংশ্লিষ্ট খাতে এ পরিমান অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ একশ ভাগ বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ জানিয়েছেন জেলা প্রশাসকের প্রত্যক্ষ তদারকীতে এবং জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এ ভাতা কার্যক্রম সফলভাবে সম্পাদিত হয়েছে। এ কর্মসূচীতে প্রত্যেক উপকারভোগীকে মাসিক ৭শ টাক্ াহারে বছরে ৮ হাজার ৪শ টাকা করে বিতরণ করা হয়েছে।
তার দেয়া তথ্য অনুযায়ী জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক অসচ্ছল প্রতিবন্ধী’র সংখ্যা এবং তাদের অনুকূলে বিতরণকৃত অর্থের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৯শ ৯১ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ৬৭ লক্ষ ২৪ হাজার ৪শ টাকা, পোরশা উপজেলায় ১ হাজার ১শ ৫ জন উপকারভোগীর মধ্যে ৯২ লক্ষ ৮২ হাজার টাকা, পতœীতলা উপজেলায় ১ হাজার ৭শ ৩৪ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার ৬শ টাকা, ধামইরহাট উপজেলায় ১ হাজার ৪শ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার টাকা, রানীনগর উপজেলায় ১ হাজার ৫শ ১৬ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ২৭ লক্ষ ৩৪ হাজার ৪শ টাকা, মান্দা উপজেলায় ২ হাজার ৯শ ৩৪ জন উপকারভোগীর মধ্যে ২ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজ্রা ৬শ টাকা, নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৯শ ৮ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ৬০ লক্ষ ২৭ হাজার ২শ টাকা, আত্রাই উপজেলায় ১ হাজার ৪শ ৭১ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ২৩ লক্ষ ৫৬ হাজার ৪শ টাকা, সাপাহার উপজেলায় ১ হাজার ১শ ৫৭ জন উপকারভোগীর মধ্যে ৯৭ লক্ষ ১৮ হাজার ৮শ টাকা, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ২শ ২ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ৮৪ লক্ষ ৯৬ হাজার ৮শ টাকা, বদলগাছি উপজেলায় ১ হাজার ৫শ ৮০ জন উপকারভোগীর মধ্যে ১ কোটি ৩২ লক্ষ ৭২ হাজার টাকা এবং নওগাঁ পৌরসভায় ইউসিডি’র আতায় ৮শ ৮১ জন উপকারভোগীর মধ্যে ৭৪ লক্ষ ৪শ টাকা।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ এ ব্যাপারে বলেছেন বর্তমান সরকারের জনমুখী কর্মসূচীর মধ্যে অসচ্ছল প্রতিবন্ধী ভাত্ াপ্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমগুলো দেশের মুক্তিযোদ্ধা, অসহায়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বিতরণের মত কল্যাণমুখী কর্মসূচী এত ব্যপকভাবে কোন সরকার গ্রহণ করেনি।
বাসস/সংবাদদাতা/১৪৫০/নূসী