ইরানি তেল ট্যাংকার গ্রেস ১-কে যুক্তরাষ্ট্রের আটকের নির্দেশ

561

ওয়াশিংটন, ১৭ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের একটি আদালত শুক্রবার ইরানি তেল ট্যাংকার গ্রেস ১-কে আটকের নির্দেশ দিয়েছে। একদিন আগে জিব্রাল্টারের সুপ্রিম কোর্টের নির্দেশে সুপার তেল ট্যাংকারটি মুক্ত হয়ে যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন মার্কিন আদালতের এ নির্দেশ জারি হয়।
যুক্তরাষ্ট্রের আদালত জানায়, ভূমধ্য সাগরে ব্রিটিশ সীমান্তভুক্ত এলাকায় অবস্থানরত তেলের ট্যাংকারটি চিহ্নিত সন্ত্রাসী দল ইরানের ইসলামিক রিবলউশনারি গার্ড ক্রপ (আইআরজিসি) প্রেরিত। ট্যাংকার বাহিত পণ্য রপ্তানিলব্ধ আয় দিয়ে সিরিয়াকে সহযোগিতা করার কাজে আমেরিকার আর্থিক ব্যবস্থাকে অবৈধভাবে ব্যবহার করার দায়ে এ নির্দেশ জারি করেছে।
আদালতের নির্দেশে বলা হয়, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার অ্যাক্ট লঙ্ঘন, ব্যাংক প্রতারণা, অর্থ পাচার, সন্ত্রাসবাদি আইনের বলে গ্রেসওয়ানে থাকা ৯৯৫,০০০ মার্কিন ডলার মূল্যের তেলসহ ট্যাংকারটি জব্দ করতে পারবে।
শুক্রবার ভোরে ইরানের এক কর্মকর্তা বলেন, একদিন আগে জিব্রাল্টারের সুপ্রিম কোর্টের নির্দেশে সুপার তেল ট্যাংকারটি মুক্ত হয়ে যখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এর দেড় মাস আগে এর ইরানি ট্যাংকার আটকের জের ধরে ইরান উপসাগরে ব্রিটিশ ট্যাংকার আটক করে।
ইরানের পোর্ট ও মেরিটাইম অর্গানাইজেশনের নির্বাহী প্রধান জলিল এসলামী শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ‘গ্রেস ১ সম্ভবত নামকরণ পরিবর্তন ও ইরানি পতাকা ব্যতিরেকে যাত্রা করেছিল।
তবে এএফপি’র সূত্র অনুযায়ী জাহাজটি জিব্রালটার থেকে যাত্রা করার আগে ক্যাপ্টেন পরিবর্তনের কথা ছিল।