বাসস দেশ-২১ : মিরপুরে বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

133

বাসস দেশ-২১
মিরপুর-আগুন-তদন্ত
মিরপুরে বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
ঢাকা, ১৭ আগস্ট, ২০১৯ (বাসস) : রাজধানীর মিরপুর ৭ নম্বর এলাকায় গত শুক্রবারের অগ্নিকান্ডের ঘটনা তদন্তে আজ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনা তদন্তে উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারি পরিচালক (অপারেশন) আবুল হোসেন এবং উপ সহকারি পরিচালক (মিরপুর জোন) নেওয়াজ আহমেদ।
জনাব এরশাদ বাসসকে জানান, যথাশিগগির সম্ভব তদন্ত রিপোর্ট জমা দিতে কমিটির প্রতি আহবান জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মিরপুরে বস্তিতে আগুন লাগে এবং ফায়ার সাভির্স কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শনিবার সকালে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসস/এসএমএম/অমি/১৮২০/জেহক