বাসস দেশ-২০ : রাজধানীর মিরপুরে চলন্তিকা মোড়ের বস্তিতে অগ্নিকান্ড

510

বাসস দেশ-২০
মিরপুর-বস্তি-আগুন
রাজধানীর মিরপুরে চলন্তিকা মোড়ের বস্তিতে অগ্নিকান্ড
ঢাকা, ১৬ আগস্ট, ২০১৯ (বাসস) : রাজধানীর মিরপুর ৬ এবং ৭ নম্বরের মধ্যবর্তী চলন্তিকা মোড়ে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের শতাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রূপনগর এলাকার একটি বস্তিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ, র‌্যাব, ওয়াসার কর্মী এবং স্থানীয় জনগণ সেখানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।
রূপনগর থানার পুলিশ জানায় , এলাকার নিরাপত্তায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেছে। তবে ঈদুল আজহার ছুটির কারণে সেখানে কেউ ছিলেন না। এদিকে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভির্সের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাসস/এমএমবি/এমএআর/২৩০০/-এবিএইচ