ইরানের তেলবাহী ট্যাংকার জিব্রালটার ছেড়ে দিয়েছে

368

তেহরান, ১৬ আগস্ট, ২০১৯ (বাসস) : ইরানের তেলবাহী একটি ট্যাংকার জিব্রাল্টার কর্তৃপক্ষ ভূমধ্যসাগরে ছেড়ে দিয়েছে। গত ৪ জুলাই ট্যাংকারটি ব্রিটিশ শাসিত এ অঞ্চল থেকে আটক করা হয়েছিল। ইরানের এক শিপিং কর্মকর্তা শুক্রবার একথা জানায়। খবর এএফপি’র।
ট্যাংকার থেকে কোনো কিছু সিরিয়ায় পাঠানো হবে না মর্মে লিখিত আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার জিব্রালটারের সুপ্রিম কোর্ট সেটি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।
ব্রিটিশ রয়েল মেরিনের সহায়তায় ট্যাংকারটি জব্দ করা হয়। জব্দের পর থেকে ইরান ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় এবং প্রত্যুত্তরে ইরান ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরো’ হরমুজ প্রণালীতে আটক করে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল বহন করে সিরিয়ার বানিয়াস রিফাইনারি উদ্দেশে যাওয়ার অভিযোগে ইরানের ওই ট্যাংকারটি জব্দ করে জিব্রালটার কর্তৃপক্ষ। তবে ইরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে।