ভারতের সাবেক ক্রিকেটার চন্দ্র শেখরের আত্মহত্যা

359

চেন্নাই, ১৬ আগস্ট, ২০১৯ (বাসস/এএফপি) : ভারতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ভিবি চন্দ্রশেখর মারা গেছেন। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা সেনথিল মুরুগান জানান, দেশের উত্তরাঞ্চলীয় শহর চেন্নাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির বেড রুমে ৫৭ বছর বয়সী চন্দ্রশেখরের মৃত দেহ দেখতে পায় তার পরিবার।
বার্তা সংস্থা এএফপিকে মুরুগান বলেন, ‘অস্বাভাবিক মৃত্যু হিসেবে আমরা একটি মামলা রেকর্ড করেছি। আমাদের প্রাথমকি তদন্ত মতে তিনি আর্থিক সংকটের কারণে অবসাদগ্রস্ত ছিলেন। আমরা ময়না তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ১৯৮৮-১৯৯০ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে সাতটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চন্দ্র শেখর। এ ছাড়া ১৯৮৭ সালে রঞ্জি ট্রফি জিততে তামিলনাড়ু রাজ্য দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সাবেক এ ব্যাটসম্যান চলমান তামিলনাড়– প্রিমিয়ার লীগের দল ভিবি কাঁচি ভিরান্সের মালিক ছিলেন। এ দলে মালিক হিসেবে তার অনেক আর্থিক লোকসান হয়েছে বলে জানা গেছে। তার নিজের বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রাখা এবং এক মাস আগে ব্যাংক থেকে তাকে নোটিশও পাঠানো হয় বলে জানা গেছে।
চন্দ্রশেখরের মৃত্যুতে এক টুইট বার্তায় ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার বলেন, ‘ভিবি চন্দ্রশেখরের মৃত্যু সংবাদ শোনাটা অত্যন্ত বেদনার। তার সঙ্গে অনেক স্মৃতি আছে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব, হরভজন সিং, আজিঙ্কা রাহানেসহ অনেকেই তার আত্মার শান্তি কামনা করে টুইট করেছেন।