বাসস ক্রীড়া-৪ : বাকনারকে স্পর্শ করলেন দার

120

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-দার
বাকনারকে স্পর্শ করলেন দার
লন্ডন, ১৬ আগস্ট ২০১৯ (বাসস) : টেস্টে সর্বোচ্চ ম্যাচ পরিচালনায় ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনারকে স্পর্শ করলেন পাকিস্তানের আলিম দার। লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে নেমেই রেকর্ড স্পর্শ করেন দার। বাকনার ও দার সর্বোচ্চ ১২৮টি করে টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার রুডি কোয়েৎজেন। তিনি ১০৮টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। ক্রিকেট বিশ্বে টেস্ট ফরম্যাটে এই তিনজনই ১শ বা তার বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েছেন।
এমন বিশ্বরেকর্ড স্পর্শ করতে পেরে উচ্ছসিত ৫১ বছর বয়সী দার। ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টুইটারে টুইট করে দার বলেন, ‘সর্বোচ্চ টেস্ট ম্যাচ পরিচালনায় আমার রোল মডেল স্টিভ বাকনারের সমান হতে পারাটা সম্মানের।’
২০০৩ সালের অক্টোবরে ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টেস্ট অভিষেক হয় দারের। এরপর ওয়ানডে ও টি-২০তেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ৩৭৬টি ম্যাচে আম্পায়ারিং করেছেন দার।
বাসস/এএমটি/১৮২৫/স্বব