বাজিস-২ : নওগাঁয় বিগত অর্থবছরে ৩৪ হাজার ৮৫৬ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ভাতা পেয়েছেন

118

বাজিস-২
নওগাঁ-ভাতা বিতরণ
নওগাঁয় বিগত অর্থবছরে ৩৪ হাজার ৮৫৬ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ভাতা পেয়েছেন
নওগাঁ, ১৬ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় বিগত ২০১৮-১৯ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের মধ্যে মোট বিশ কোটি ৯১ লাখ ৩৬ হাজার টাকা বিতরন করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলা এবং নওগাঁ পৌর এলাকায় মোট ৩৪ হাজার ৮৫৬ জন উপকারভোগীর প্রত্যেককে মাসিক পাঁচশত টাকা হারে বরাদ্দকৃত সমুদয় অর্থ বিতরন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে এসব ভাতা বিতরন সম্পন্ন হয়েছে।
নওগাঁয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ জানান, উপজেলা এবং পৌরসভা ভিত্তিক বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাভোগীর সংখ্যা ও বিতরনকৃত অর্থের পরিমান হচ্ছে- নওগাঁর সদর উপজেলায় ৪ হাজার ১শ জন ভাতাভোগীরা মধ্যে ২ কোটি ৪৬ লাখ টাকা, পোরশা উপজেলায় ২ হাজার ৬০ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা, পতœীতলা উপজেলায় ৪ হাজার ৯৭ জন ভাতাভোগীর মধ্যে ২ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ৮০ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা, রানীনগর উপজেলায় ২ হাজার ৭শ’ ২৯ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা, মান্দা উপজেলায় ৪ হাজার ৭শ’ ৮১ জন ভাতাভোগীর মধ্যে ২ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলায় ২ হাজার ৭শ’ ২৯ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার টাকা, আত্রাই উপজেলায় ২ হাজার ৭শ’ ৩১ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা, সাপাহার উপজেলায় ২ হাজার ৫৯ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ৩ হাজার ৪শ’ ১০ জন ভাতাভোগীর মধ্যে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ২ হাজার ৭শ’ ৩১ জন ভাতাভোগীর মধ্যে ১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা এবং নওগাঁ পৌরসভা ইউসিডি এলাকায় ৩শ’ ৪৯ জন ভাতাভোগীর মধ্যে ২০ লাখ ৯৪ হাজার টাকা।
নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা সংশ্লিষ্ট উপকারভোগীদের অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছে।
বাসস/সংবাদদাতা/১৭৫৫/-এমকে