জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে ম্যানসিটি-আর্সেনাল-লিভারপুল

251

লন্ডন, ১৬ আগস্ট ২০১৯ (বাসস) : জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আগামীকাল মাঠে নামছে তিন বড় ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো এই তিন ক্লাব। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিততে চায় ম্যানসিটি, আর্সেনাল ও লিভারপুল। নিজেদের মাটিতে ম্যানচেষ্টার সিটি মুখোমুখি হবে টটেনহাম হটস্পারের। আর্সেনাল লড়বে বার্নলির বিপক্ষে এবং লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন।
চমৎকারভাবে মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। চ্যাম্পিয়নের মত খেলেই লিগ শুরু করে তারা। প্রতিপক্ষ ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে নামে সিটি। ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার রাহিম স্ট্রার্লিং-এর হ্যাট্টিকে ৫-০ গোলের জয়ে ২০১৯-২০ মৌসুম শুরু করে ম্যান সিটি। ঐ ম্যাচে স্ট্রার্লিং-এর তিন গোল ছাড়া গাব্রিয়েল জেসুস, সার্জিও এ্যাগুয়েরো ১টি করে গোল করেন।
প্রথম ম্যাচে দলের পারফরমেন্সে দারুন খুশী কোচ বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওয়ালা। দ্বিতীয় ম্যাচে দলের কাছ থেকে এমন দুর্দান্ত পারফরমেন্সই চান তিনি। গার্দিওয়াল বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচে খেলেছে ছেলেরা। মৌসুমের শুরুটা এমন উড়ন্তই চেয়েছিলাম। আশা করবো, দ্বিতীয় ম্যাচে ছেলেদের ভালো পারফরমেন্স অব্যাহত থাকবে। পরের ম্যাচটি নিজেদের মাঠে, তাই এ ম্যাচে আমরাই ফেভারিট।’
মিডফিল্ডের ধার আরও বাড়াতে চাইছেন গার্দিওয়ালা। গেল ম্যাচে মিডফিল্ডের কিছু ভুল ধরা পড়েছে তার চোখে। তিনি বলেন, ‘বড় ব্যবধানে জিতলেও, মিডফিল্ডে আমাদের কিছু ভুল ছিলো। পাসিং ছাড়াও, ফরোয়ার্ডদের সাথে ভুল বুঝাবুঝি লক্ষ্য করা গেছে। তাই এই পজিশন নিয়ে আর কাজ করতে হবে।’
সিটির প্রতিপক্ষ টটেনহাম জয় দিয়ে লিগ শুরু করে । নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় তারা। শুরুতেই গোল হজম করলেও, ইংল্যান্ডের হ্যারি কেনের জোড়া গোলের জয়ের স্বাদ পায় টটেনহাম। চতুর্থ স্থানে তেকে গত মৌসুম শেষ করা টটেনহাম, এবার আরও ভালো করার লক্ষ্যে লিগে যাত্রা শুরু করেছে। লিগ শুরুর আগেই এমনটাই বলেছিলেন দলের সহ-অধিনায়ক কেন। তাই দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কেন। তবে ম্যান সিটির ব্যাপারে বেশ সর্তক কেন, ‘আমাদের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হবে। এটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এরমধ্যে ম্যাচটি সিটির মাঠে। নিজেদের কন্ডিশনে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী সিটি। তবে আমরা সেরাটা দিতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
এদিকে চলতি মাসেই হুয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনার কাছে ২-১ গোলে ম্যাচ হারে আর্সেনাল। এই হার নিয়ে মৌসুম শুরু করে তারা। এরপর নিউক্যাসল ইউনাইটেডর বিপক্ষে ১-০ গোলের কস্টার্জিত জয় দিয়ে লীগ শুরু করে আর্সেনাল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্সেনালকে অন্য চেহারায় দেখা যাবে বলে আভাস দিয়েছেন দলের কোচ উনাই এমেরি।
ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরতে যাচ্ছেন মেসুত ওজিল ও সিয়াদ কোলাসিনাচ। লিগের প্রথম ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছে তাদের। বার্নলির বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি ফিট তারা। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে আর্সেনাল। বার্নলির বিপক্ষে জয় পেতে চান কোচ এমেরি। কিন্তু কাজটি সহজ হবে না বলে মনে করেন তিনি। কারন লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেয় বার্নলি।
তারপরও জয়ের জন্য ছক কষেছেন বলে জানালেন এমেরি, ‘আমার জয়ের জন্য ছক কষেছি। বার্নলির দুর্বলতাগুলো বের করার চেষ্টা করেছি। আক্রমনাত্মক ফুটবল খেলে শুরুতেই তাদের চাপে ফেলতে হবে। আমরা বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবো। কারন ওজিল ও কোলাসিনাচ দলে ফিরছে। তাদের যোগদানে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।’
ফুরফুরা মেজাজ নিয়েই লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে লিভারপুল। চলতি সপ্তাহে শিরোপার স্বাদ নিয়েছে তারা। উয়েফা সুপার কাপে চেলসিকে হারিয়ে শিরোপা ঘরে তুলে লিভারপুল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিলো। তবে টাইব্রেকারে ৫-৪ গোলে চেলসিকে হারায় লিভারপুল। শুধুমাত্র এটিই নয়, লিগের শুরুটাও দুর্দান্ত ছিলো তাদের। নরউইচ সিটিকে ৪-১ গোলে হারায় লিভারপুল।
দুর্দান্ত দু’টি জয় সাথে থাকলেও, বড় চিন্তার ভাঁজ কপালে লিভারপুলের। আর সেটি হলে দলের সেরা গোলরক্ষক আদ্রিয়ানের খেলা নিয়ে সংশয়। সুপার কাপে খেলা চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি। তার পরিবর্তে কাকে খেলাবে এই নিয়ে চিন্তায় লিভারপুল। দলের ম্যানেজার জার্গেন ক্লপ বলেন, ‘আজ ফিজিও ও আদ্রিয়ানের সাথে কথা বলেছি। সে আগের চাইতে ভালো অনুভব করছে। কিন্তু তাকে নিয়ে আমরা কোন ঝুঁিকতে যেতে চাচ্ছি না। তবে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, তাকে দ্রুতই সুস্থ করে তোলা। সে আমাদের দলের সেরা গোলরক্ষক।’
তিন বড় ক্লাবের সাথে এদিন আরও মুখোমুখি হচ্ছে, অ্যাস্টন ভিলা-এফসি বার্ননমাউথ, ব্রাইটন এন্ড হোভ আলবিয়ন-ওয়েস্ট হাম ইউনাইটেড, এভারটন-ওয়াটফ্রড ও নরউইচ সিটি-নিউক্যাসল ইউনাইটেড।