বাসস ক্রীড়া-১১ : সৌদি আরবের বিপক্ষে জয়ের জন্য লড়বে মিশর

183

বাসস ক্রীড়া-১১
ফুটবল-বিশ্বকাপ-মিশর-সৌদি আরব
সৌদি আরবের বিপক্ষে জয়ের জন্য লড়বে মিশর
ভলগোগ্রাদ (রাশিয়া), ২৩ জুন ২০১৮ (বাসস): রাশিয়ার কাছে ৩-১ গোলে হেরে ২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় ফারাও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মিশরের আন্তর্জাতিক তারকা তারেক হামেদ।
১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া দলটির ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ উরুগুয়ে ও স্বাগতিক রাশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। তবে আগামী সোমবার নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয়ের জন্য লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম দুই ম্যাচেই অংশ নেয়া ৩২ বছর বয়সী মিডফিল্ডার হামেদ। সৌদি আরবও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।
হামেদ বলেন, ‘রাশিয়ার বিপক্ষে ম্যাচে আমাদের সমর্থনে দর্শক উপস্থিতি ছিল অসাধারণ।’ স্বাগতিক দলের বিপক্ষে ওই ম্যাচ দেখার জন্য শতশত মিশরীয় সেন্ট পিটার্সবার্গে হাজির হয়েছিল। তিনি বলেন, ‘সতীর্থ খেলোয়াড়দের পক্ষ থেকে আমি খারাপ ফলাফলের জন্য ক্ষমাপ্রার্থী। এই সমর্থকদের প্রতিশ্রুতি দিচ্ছি সৌদি আরবের বিপক্ষে পরের ম্যাচে ইতিবাচক ফলাফলের।’
এসময় সমালোচনার মুখে পড়া মিশরের কোচ হেক্টর কুপার ও তার সহযোগী কোচিং স্টাফদের পক্ষে নিয়ে হামেদ বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, এই কোচিং স্টাফরাই আমাদেরকে ২০১৭ সালের আফ্রিকান নেশনন্স কাপের শিরোপা জয়ে এবং ২৮ বছর পর প্রথমবারের মত বিশ্বকাপের চূড়ান্ত আসরে পৌঁছে দিয়েছে।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৭২৫/মোজা/স্বব