বাসস দেশ-২৩ : বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে ‘কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী

274

বাসস দেশ-২৩
ড. হাছান-বঙ্গবন্ধু-কুশীলব
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে ‘কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী
ঢাকা, ১৫ আগস্ট, ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যদের নৃশংস হত্যাকান্ডে জড়িত নেপথ্যে নায়কদের মুখোশ উন্মোচনে ‘কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন।
আজ রাজধানীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ডের নীল নকশা প্রণয়নের ষডযন্ত্রকারী নেপথ্যে নায়কদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনা প্রয়োজন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা শুধু ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে নয়, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্র ছিলো। ’
বৃহস্পতিবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে সকালে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় চায়নি, এদেশ স্বাধীনতা পাক তা চায়নি – সেই বিদেশী চক্র এবং যারা স্বাধীনতার পরও পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চক্রান্তে লিপ্ত ছিলেন, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’
বঙ্গবন্ধুকে চিরঞ্জীব উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা তা পারেনি। বঙ্গবন্ধু ইতিহাসে অমর হয়ে রয়েছেন আর সেই ষড়যন্ত্রকারীরাই মুছে গেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে দেশের প্রচলিত বিচারপদ্ধতিতেই ন্যায়ের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কোনো জিঘাংসা থেকে নয়। বিচার সম্পূর্ণ হয়নি, কারণ, পলাতক খুনি ও বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের বিচার এখনো হয়নি। এজন্য একটি কমিশন গঠন করে বিচার সম্পন্ন করা উচিত, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বিচারপ্রতিষ্ঠার উদাহরণ হয়ে থাকবে।’
ড. হাছান বলেন, আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অনেক বছর আগেই সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো উন্নয়নশীল দেশে পরিণত হতো।
তবে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহা-পরিচালক বিধানচন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব আবদুল মালেক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল ইসলাম, গণযোগাযোগ অধিদফতরের মহা-পরিচালক বেগম শাহীন ইসলাম, সাংবাদিক রফিকুজ্জামান, শ্যামল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/পিএসবি/অনু-আসচৌ/২০৪০/-আসচৌ