বাসস ক্রীড়া-১১ : অবসর নেইনি : গেইল

269

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-গেইল
অবসর নেইনি : গেইল
পোর্ট অব স্পেন, ১৫ আগস্ট, ২০১৯ (বাসস) : এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। ইংল্যান্ড বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষনা দিয়েছিলেন স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ গেইল। তবে বিশ্বকাপ চলাকালেই নিজের ঘোষনা থেকে সরে আসেন তিনি। ঘোষণা দেন নিজ মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার।
গতকাল ভারতের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর গেইল যেভাবে মাঠ ছাড়েন তাতে সবাই মনে করেছিল শেষ এক দিনের ম্যাচটা তিনি খেলে ফেলেছেন। কিন্তু পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক ভিডিও বার্তায় গেইল বলেন, তিনি অবসরের ঘোষনা দেননি।
সিরিজের শেষ ম্যাচে আগ্রাসী ব্যাট চালিয়ে ৭২ রানে আউট হন গেইল। ড্রেসিং রুমে ফেরার পথে প্রতিপক্ষ ভারতীয় কেলোয়াড়দের অভিনন্দন পেলেন। ব্যাটের হাতলে হেলমেট ঝুলিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। ড্রেসিং রুমে সতীর্থরাও করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। গেইলের জার্সিটা ছিল ৩০১তম ওয়ানডে খেলার স্মারক। সব মিলিয়ে সকলেরই ধারনা ছিল গেইল বিদায় নিলেন।
সকলের ধারনা ভুল প্রমান করলেন গেইল নিজেই। বোর্ডের এক ভিডিও পোস্টে গেইল বলেন, ‘আমি অবসরের কোন ঘোষনা দেইনি। পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাথেই আছি।’
ভারতের বিপক্ষে এ সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড টপকে যান গেইল।
বাসস/স্বব/১৯৪৫/এএমটি