বাসস দেশ-২০ : জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা

270

বাসস দেশ-২০
শোক- ঢাকেশ্বরী
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা
ঢাকা, ১৫ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আজ সকালে অনুষ্ঠিত এ সভায়‘৭৫-এর ১৫ আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্যদের আত্মার শান্তি কামনা ও পবিত্র গীতা পাঠ করা হয় ।
প্রার্থনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, আওয়ামী লীগে নেতা বলোরাম পোদ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময়ে তারা ঢাকেশ্বরী মায়ের কছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহতদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।
বাসস/সবি/বিকেডি/১৮১৫/-কেকে