বাসস দেশ-১৯ : ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত

274

বাসস দেশ-১৯
ফিলিপাইন-শোক দিবস-পালিত-
ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত
ঢাকা, ১৫ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করেছে ফিলিপাইনস্থ বাংলাদেশ দূতাবাস।
আজ এ উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভোরে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে,আগত অতিথিরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর ১৫ আগষ্ট ১৯৭৫ এ শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন এবং দেশ ও জাতির সেবায় বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগ তুলে ধরেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রূপায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।
পরে,জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাসস/সবি/এসএস/১৮১০/-জেজেড