লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

189

ঢাকা, ১৫ আগস্ট, ২০১৯ (বাসস) : রাজধানীর লালবাগে পোস্তার চাঁদনীঘাট এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
আজ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দীলিপ কুমার ঘোষকে কমিটির প্রধান করে সহকারী পরিচালক (অপারেশন) আব্দুল হালিম এবং লালবাগ জোনের কমান্ডার উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাসকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে কমিটিকে।
বুধবার রাত পৌনে ১১ টার সময় পুরনো ঢাকার লালবাগের পোস্তার চাঁদনীঘাট এলাকায় অবস্থিত প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই তা আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট কাজ শুরু করে।
ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী বাসসকে জানান, সংকীর্ণ রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছে যেতে পারেনি। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হতাহতের কোন ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।এটি তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি।