জাপানে শক্তিশালী ঝড়ের আঘাত ॥ ভূমিধস ও বন্যার সতর্কতা

238

টোকিও, ১৫ আগস্ট, ২০১৯(বাসস ডেস্ক) : জাপানে বৃহস্পতিবার শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস এবং প্রচ- বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া ভূমিধস ও বন্যার বিষয়েও সতর্ক করা হয়েছে।
ঘূর্ণিঝড় ক্রোসা ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল উপকূল ধরে মন্থরগতিতে এগিয়ে যাচ্ছে। ঝড় যে অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে সেখানকার লোকজনকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, ঝড়ের আঘাতে চার ব্যক্তি আহত হয়েছে। এদের একজনের অবস্থা গুরুতর।
এদিকে ক্রোসার কারণে ওবন উৎসবের ছুটি কাটিয়ে লোকজনকে কর্মস্থলে ফিরতে বেগ পেতে হচ্ছে। কারণ জাপানের পশ্চিমাঞ্চলে ৬শ’র বেশি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বুলেট ট্রেন সার্ভিস হয় বন্ধ, না হয় সংখ্যা ব্যাপকভাবে কমানো হয়েছে। উপকূলে পানির স্তর বেড়ে যাওয়ায় ফেরি সার্ভিসও বাতিল করা হয়েছে।
ঝড়টির গতি খুব মন্থর হওয়ায় বেশি সময় ধরে বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে।