রোমারিওকে পেছনে ফেললেন নেইমার

262

সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), ২৩ জুন ২০১৮ (বাসস) : ব্রাজিল ফুটবল দলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয়স্থানে উঠে এলেন অধিনায়ক নেইমার। গতকাল বিশ্বকাপ ফুটবলে ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্ট রিকার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। ঐ ম্যাচে ১টি গোল করেন নেইমার। ফলে ব্রাজিলের জার্সি হায়ে সর্বোচ্চ গোলে রোমারিওকে পেছনে ফেলেন তিনি। রোমারিও ৭০ ম্যাচে ৫৫ গোল করেছেন। ৮৭ ম্যাচে নেইমারের গোল ৫৬।
নেইমারের সামনে এখন আছেন পেলে ও রোনাল্ডো। কিংবদন্তি পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার উপরে রয়েছেন।
৯৮ ম্যাচে ৬২ গোল করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো।