বাজিস-৮ : মাগুরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

129

বাজিস-৮
মাগুরা-আলোচনা সভা
মাগুরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাগুরা, ১৪ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার পুলিশ লাইন চত্বরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘ষড়যন্ত্রকারিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেই ক্ষান্ত হয়নি। ইতিহাস বিকৃতির মধ্যেমে স্বাধীনতার চেতনাকেও ধ্বংস করে দিয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিশেষ সুবিধা দেয়ার পাশপাশি স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে পথ চলছে। উন্নয়নের সেই অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কারার আহবান জানান।
বাসস/সংবাদদাতা/১৮১৫/এমকে