বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবি ॥ ২ নারীর মৃত্যু নিখোঁজ ৫

609

বগুড়া, ১৩ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার সারিয়াকান্দি উপজেলায় মঙ্গলবার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ নারীর মৃত্যু এবং ৫ নৌকাযাত্রী নিখোঁজ হয়েছে।
সহকারী পুলিশ সুপার সাবিনা আখতার জানান, মঙ্গলবার সারিয়াকান্দির মানিকদাইড়ের যমুনা নদীর ঘাট থেকে একটি খেয়া নৌকা ৫০ জন যাত্রী নিয়ে কালিতলা গ্রোয়েনের ঘাটে যাচ্ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ যমুনা নদীর তীব্র ¯্রােতে সারিয়াকান্দির পাকুরিয়া চরের সামনে নৌকাটি ডুবে যায়।
এ সময় পুলিশ ও যমুনায় অবস্থানরত অন্য নৌকা এবং স্থানীয় লোকজন এসে ২৭ জন যাত্রীকে উদ্ধার করে। অন্যরা সাঁতরিয়ে নদীর তীরে উঠে যায় বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার এসআই সুক্রত কুমার ঘোষ। মৃত অবস্থায় দুই নারীকে উদ্ধর করা হয়। এরা হলেন সারিয়াকান্দি উপজেলা সংলগ্ন জামালপুর জেলার মাদারগঞ্জ এর কয়রাকান্দি এলাকার ইউসুফ আলীর স্ত্রী জহুরা খাতুন(৩০) এবং সারিকয়াকান্দি উপজলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাউড় এলাকার মৃত মনসের আলীর ন্ত্রী আমেনা বেগম (৫৮)। লাশ দুটি সারিয়াকান্দি স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে।
ফায়ার সার্ভিস দল ও পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।