জোড়া মাথার শিশুদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

776

ঢাকা, ১৩ আগস্ট, ২০১৯ বোসস) : জোড়া মাথার শিশুদের দেখতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান।
গত ৩০ জুলাই রাতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে দুই জোড়া মাথার শিশু রোকেয়া ও রাবেয়ার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত ৪ আগস্ট দু’জনের মধ্যে রোকেয়ার জ্ঞান ফিরলেও রাবেয়ার এখনো জ্ঞান ফেরেনি।
সিএমএইচ-এ চিকিৎসাধীন শিশুদের দেখে স্বাস্থ্যমন্ত্রী সংবাদিকদের বলেন, ‘পৃথিবীতে বিরল অপারেশনগুলোর অন্যতম একটি অপারেশন হচ্ছে এই জোড়া লাগানো দুই শিশুর অপারেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তত্ত্বাবধানে এই অপারেশনের উদ্যোগ নেয়া হয় বলেও জানান তিনি।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, এই অপারেশন পৃথিবীতে এ পর্যন্ত মাত্র ১৭টি হয়েছে। আর এটি গোটা এশিয়ায় প্রথম অপারেশন। একারণে এটি আমাদের দেশীয় চিকিৎসায় এক বিরাট সাফল্য।
এই চিকিৎসায় হাঙ্গেরির ৩০ জন ও বাংলাদেশের ৭০ জন চিকিৎসক নিরলসভাবে কাজ করেছেন।