বাসস দেশ-৪ : সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলীর ইন্তেকাল

253

বাসস দেশ-৪
শেলী-ইন্তেকাল
সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলীর ইন্তেকাল
ঢাকা ১৩ আগষ্ট, ২০১৯ (বাসস): সাবেক তথ্যমন্ত্রী, আমলা,সমাজ বিঞ্জানী,শিক্ষাবিদও রাজনীতি বিশ্লে¬ষক ড. মিজানুর রহমান শেলী আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স ৭৬ বছর। তিনি গত ২৫ জুন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
তার নাতি মাহফুজ মিজান জানান, তার ছেলে দেশে ফেরার পর আগামী বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার ছেলে না ফেরা পর্যন্ত মরদেহ রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতা ছেড়ে তিনি ১৯৬৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতির ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮০ সালে সমাজকল্যাণ অধিদপ্তর পরিচালক থাকা অবস্থায় চাকরি থেকে অব্যাহতি নেন।
তিনি তথ্য এবং পানিসম্পদ মন্ত্রী ছিলেন।
মরহুম শেলী আরিফ ইবনে মিজান ও তাহমিদ ইবনে মিজান নামের দু’সন্তান রেখে গেছেন। ২০১৬ সালে তার সহধর্মিণী সুফিয়া রহমান মারা গেছেন।
বাসস/এমকেডি/অনু-এফএইচ/১৭১০/-আসচৌ