বাসস ক্রীড়া-৪ : মহিলাদের টি-২০ দিয়ে কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট

252

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-কমনওয়েলথ গেমস
মহিলাদের টি-২০ দিয়ে কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট
নয়া দিল্লি, ১৩ আগস্ট, ২০১৯ (বাসস) : মহিলাদের টি-২০ দিয়ে কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেটে। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দিয়ে আবারো ফিরতে যাচ্ছে ক্রিকেট।
র‌্যাংকিং-এর শীর্ষ আট দল নিয়ে এজবাস্টনে আট দিনব্যাপী চলবে এ টুর্নামেন্ট।
এ ব্যাপারে কমনওয়েলথ গেমসের সভাপতি ডেম লুইসি মার্টিন বলেন, ‘আজ ঐতিহাসিক দিন। আবারো কমনওয়েলথে গেমসে ক্রিকেটকে ফিরিয়ে আনতে পেরে আমরা উচ্ছ্বসিত।’
কুয়ালালামপুরে সর্বশেষ ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিলো ক্রিকেট। ৫০ ওভারের ঐ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে স্বর্ন জিতেছিলো প্রোটিয়ারা।
বাসস/এএমটি/১৭০৫/স্বব