বাসস ক্রীড়া-৩ : গাঙ্গুলীকে টপকে গেলেন কোহলি

133

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-ওয়ানডে
গাঙ্গুলীকে টপকে গেলেন কোহলি
পোর্ট অব স্পেন, ১২ আগস্ট ২০১৯ (বাসস) : গতরাতে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ইনিংসের কল্যাণে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে ওয়ানেডেতে এখন সবচেয়ে বেশি রানের মালিক হলেন কোহলি।
২৩৮ ম্যাচের ওয়ানডেতে কোহলির রান এখন ১১৪০৬। গাঙ্গুলীর রান ৩১১ ওয়ানডেতে ১১৩৬৩ রান। এই তালিকায় সবার উপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান নিয়ে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রানের দিক দিয়ে অষ্টমস্থানে রয়েছেন কোহলি।
বাসস/এএমটি/১৩৫০/স্বব