বাসস ক্রীড়া-২ : মিয়াদাদকে টপকে গেলেন কোহলি

127

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ওয়ানডে
মিয়াদাদকে টপকে গেলেন কোহলি
পোর্ট অব স্পেন, ১২ আগস্ট ২০১৯ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রান বিবেচনায় পাকিস্তানের সাবেক কোচ ও খেলোয়াড় জাভেদ মিঁয়াদাদকে টপকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের রানকে ২০৩২এ নিয়ে গেছেন। ৩৫ ম্যাচের ৩৪ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান এখন কোহলি।
কোহলির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মিঁয়াদাদ। ৬৪ ম্যাচের ৬৪ ইনিংসে ১৯৩০ রান করেন মিয়াদাদ। তার রয়েছে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি।
আর ভারতের হয়ে যেকোন দলের বিপক্ষে দ্রুত ২হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। তার আগে এই রেকর্ডটি ছিলো রোহিত শর্মার। অস্ট্র্রেলিয়ার বিপক্ষে ৩৭ ইনিংসে ২হাজার রান করেছিলেন তিনি।
বাসস/এএমটি/১৩৪৫/স্বব