বাসস দেশ-১ : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

261

বাসস দেশ-১
জাতীয় সংসদ-ঈদ-জামাত
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
ঢাকা, ১২ আগস্ট, ২০১৯ (বাসস) : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও যথাযথ মর্যাদায় সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জাতীয় সংসদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মচারীবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন এবং সবাই যাতে পরিবার পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য দেশবাসীর মঙ্গল কামনা করেন।
বাসস/সবি/বেউ/১১৫৫/-কেএআর