প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় নদী ভাঙ্গনের পরিমাণ কমেছে : এনামুল হক শামীম

226

শরীয়তপুর, ১১ আগস্ট, ২০১৯ (বাসস) : পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় এবছর নদী ভাঙ্গনের পরিমাণ কমেছে।
আজ রোববার শরিয়তপুরের নড়িয়ার মুলফৎগঞ্জ এলাকার পদ্মার ডান তীর রক্ষাবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, যেখানেই নদী ভাঙ্গন সেখানেই প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় এবছর অন্যান্য বছরের তুলনায় নদী ভাঙ্গনের পরিমাণ অনেক কম।
জরুরী ভাঙ্গন রোধের সকল প্রকার প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নড়িয়া সহ সারা বাংলাদেশে নদী ভাঙ্গন কবলিত এলকাগুলোকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।