বাসস ক্রীড়া-৮ : নেইমারকে ছাড়াই কাল মৌসুম শুরু করছে পিএসজি

124

বাসস ক্রীড়া-৮
ফুটবল-ইংলিশ লিগ
নেইমারকে ছাড়াই কাল মৌসুম শুরু করছে পিএসজি
প্যারিস, ১১ আগস্ট ২০১৯ (বাসস) : ব্রাজিলিয়ান নেইমারকে ছাড়াই কাল থেকে এবারের ফরাসী মৌসুম শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
নেইমারকে প্রথম ম্যাচে না খেলানোর কারন হিসেবে পিএসজির ডিরেক্টর লিওনার্দো বলেন, ‘আগের থেকে নেইমারের ট্রান্সফারের বিষয়টি বেশ জোড়ালো হয়েছে। তার দলবদলের বিষয়টি নিয়ে ঝামেলা বেড়েই চলেছে। তাই প্রথম ম্যাচে তাকে না নামানোর সিদ্বান্ত নেয়া হয়েছে।’
গত মৌসুম থেকে গুঞ্জন উঠে, আগামী আসরেই পিএসজি ছাড়ছেন নেইমার। তবে নতুন মৌসুম শুরু হয়ে গেলেও, এখনও কোন সুরাহা হয়নি নেইমারের। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এমনকি অন্য কোন দলেও যেতে পারেন তিনি। তবে পুরনো দল বার্সেলোনার সাথে আলাপ-আলোচনা বেশিই করেছেন নেইমার। গেল মাসে বার্সা কর্তৃপক্ষ তেমনটা নিশ্চিতও করেছিলো। কিন্তু নেইমারের প্রতি বার্সেলোনার আগ্রহ কমই।
চার বছর বার্সেলোনায় কাটিয়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। এখন অবধি ৩৭ ম্যাচে ৩৪ গোল করেছেন ২৭ বছর বয়সী নেইমার।
বাসস/এএমটি/১৬১৮/মোজা/স্বব