বাসস ক্রীড়া-৪ : দ্রগবার পর স্ট্রার্লিং

126

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ইংলিশ লিগ
দ্রগবার পর স্ট্রার্লিং
লন্ডন, ১১ আগস্ট ২০১৯ (বাসস) : গত পরশু থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ। গতরাতে ছিলো এবারের আসরের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেই হ্যাট্টিক করেন বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার রাহিম স্ট্রার্লিং। তার নৈপুণ্যে ম্যান সিটি ৫-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেডকে।
এই হ্যাট্টিকে রেকর্ড বইয়ে নাম তুলেছেন স্ট্রার্লিং। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সপ্তাহেই অষ্টম খেলোয়াড় হিসেবে হ্যাট্টিক করলেন তিনি। সবার আগে এই কীর্তি গড়েছিলেন মিক কুইন। ১৯৯৩ সালে কভেন্ট্রি সিটির হয়ে আর্সেনালের বিপক্ষে প্রথম এই কীর্তির গড়েন তিনি।
এরপর থেকে এই তালিকায় নাম লেখান ম্যাথু লি টিসার (১৯৯৫), কেভিন ক্যাম্পবেল (১৯৯৬), ফাবরিজিও রাভানেলি (১৯৯৬) , ডিওন ডাবলিন (১৯৯৭) , গাবি আগবোনলাহোর (২০০৮) ও দিদিয়ের দ্রগবা (২০১০)। সর্বশেষ এই তালিকায় নাম লেখালেন স্টার্লিং।
বাসস/এএমটি/১৬০৮/মোজা/স্বব