বাসস ক্রীড়া-৩ : স্টার্লিং-এর হ্যাট্টিকে উড়ন্ত সূচনা চ্যাম্পিয়নদের

130

বাসস ক্রীড়া-৩
ফুটবল-ইংলিশ লিগ
স্টার্লিং-এর হ্যাট্টিকে উড়ন্ত সূচনা চ্যাম্পিয়নদের
লন্ডন, ১১ আগস্ট ২০১৯ (বাসস) : অ্যাটাকিং মিডফিল্ডার রাহিম স্টার্লিং-এর হ্যাট্টিকে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে উড়ন্ত সূচনা করলো বর্তমান চাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। গতরাতে এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যান সিটি ৫-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেডকে।
প্রতিপক্ষের মাঠে ২৫ মিনিটেই গোল পেয়ে যায় ম্যানচেষ্টার সিটি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস গোলের সূচনা করেন। এরপর ৫১ ও ৭৫ মিনিটে গোল করে হ্যাট্টিকের সম্ভাবনা তৈরি করেন স্টার্লিং। এ অবস্থায় ৮৬ মিনিটে পেনাল্টি পায় ম্যান সিটি। কিন্তু পেনাল্টি কিক নিতে আসেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিয়ো এ্যাগুয়েরো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সহায়তায় দ্বিতীয় দফায় পেনাল্টি নিয়ে দলের পক্ষে চতুর্থ গোল করেন তিনি।
তবে ম্যাচের শেষ দিকে আশা পূরণ হয় স্টার্লিং-এর। ইনজুরি সময়ের প্রথম মিনিটে আবারো গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন তিনি। ফলে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।
বাসস/এএমটি/১৬০৫/মোজা/স্বব