ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে জায়গা হলো না গেইলের

220

সেন্ট জন্স (এন্টিগা এন্ড বারবুডা), ১০ আগস্ট, ২০১৯ (বাসস/এএফপি) : নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে শুক্রবার ঘোষিত দলে রাখেননি ক্রিস গেইলকে। হোম গ্রাউন্ডে নিজের টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকলেও গেইলের আবেগকে পাত্তা দেননি নির্বাচকরা।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে নিজের শেষ ১০৩তম টেস্ট খেলেছেন ৩৯ বছর বয়সী গেইল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে এ বছর নিজ মাঠে আরেকটি টেস্ট খেলতে চান বলে গত বিশ্বকাপে ঘোষণা দিয়েছিলেন তিনি।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৩ রানের ইনিংস খেলা গেইলের মোট রান সংখ্যা ৭২১৪। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি সাদা বলের ক্রিকেট ও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছেন।
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট নিজের হোম গ্রাউন্ড জ্যামাইকার সাবিনা পার্কে ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলেও আগামী বুধবার পোর্ট অব স্পেনে তৃতীয় ওয়ানডে হতে পারে ক্যারিবীয় দলের হয়ে গেইলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
মূলত এ বছরের শুরুতে নিজ মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করা দলটির ওপরই আস্থা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন দল নির্বাচন প্যানেল। ব্যতিক্রম কেবলমাত্র ইনজুরিতে থাকা ফাস্ট বোলার আলজারি জোসেফ ও বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান।
দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ অফ স্পিনার রাখিম কন্যওয়াল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক সামারাহ ব্রুকস।
নিজ মাঠ এন্টিগার স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগামী ২২-২৬ আগস্ট শুরু হওয়া প্রথম ম্যাচেই টেস্ট অভিষেক হতে পারে কর্নওয়ালের।
প্রথম শ্রেনীর ৫৫ ম্যাচে ২৩.৯০ গড়ে ২৬০ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সী কর্নওয়াল।
প্রধান নির্বাচক রবার্ট হেইন্স বলেন, ‘অনেক দিন যাবত রাখিম ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছে এবং একজন ম্যাচ উইনার হিসেবে নিজকে প্রমাণ করেছে। আমাদের বিশ্বাস এখন সময় এসেছে তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার।
দলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার কিমো পল।
হেইন্স আরো বলেন, ‘আলজারি সুস্থ হয়ে ওঠার জন্য কাজ করছে এবং আমরা অবস্থা মনিটর করছি। তবে টেস্ট ম্যাচ খেলতে পাঁচ দিন সে মাঠে থাকতে পারবে এমনটা আমরা মনে করছি না।’
দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুক, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাখিম কর্নওয়াল, শেন ডাউরিচ, শ্যানন গাব্রিয়েল, শিমরোন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কেমার রোচ।