বাসস দেশ-২৩ : জমিয়াতুল ফালাহ ময়দানে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত

328

বাসস দেশ-২৩
চট্রগ্রাম-প্রধান-ঈদ জামাত
জমিয়াতুল ফালাহ ময়দানে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত
চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশন এবার নগরীতে ১৬৪টি ঈদ জামাতের আয়োজন করেছে।
চট্টগ্রামের ঈদুল আযহা’র নামাজের প্রথম ও প্রধান জামাত সকাল পৌনে আটটায় অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে।
জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানের প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আহমদুল হক। আর সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার প্রধান মোফাচ্ছির কাজী মাওলানা মোহাম্মদ ছালেকুর রহমান।
শনিবার দুপুর ১২টায় জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় মেয়র জানান, নগরীর ৪১ ওয়ার্ডে সিটি করপোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্টিত হবে। এছাড়া বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদিঘী সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
মেয়র বলেন, ‘বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখে প্রত্যেকটি জামাতস্থলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।’
বাসস/জিই/এমএআর/১৯৪৫/-আসচৌ