মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গুলজার হোসাইনের ইন্তেকাল

311

নেত্রকোনা, ১০ আগস্ট, ২০১৯ (বাসস) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট গুলজার হোসাইন আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গুলজার হোসাইন ১৯৭৫ সালে নেত্রকোনা জেলা বাকশালের সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু তাকে এ পদে নিযুক্ত করেন।
পরবর্তীতে তিনি ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেত্রকোনা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর গুলজার হোসাইন সামরিক শাসকদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় তার বিরুদ্ধে হুলিয়া (অ্যারেস্ট ওয়ারেন্ট) জারি করা হয়।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক শাসকও গুলজারকে দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ জারি করে। উল্লেখ্য, মরহুম গুলজার চলতি বছরের ২১মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২১ লাখ টাকা অনুদান দেন।
শনিবার বিকেলে নেত্রকোনা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে গার্ড অব অনার প্রর্দশনপূর্বক তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।