বাসস ক্রীড়া-৬ : সেমি-ফাইনালে নাদাল; বিদায় নিলেন থিম-জেভরেভ

148

বাসস ক্রীড়া-৬
টেনিস-মন্ট্রিল
সেমি-ফাইনালে নাদাল; বিদায় নিলেন থিম-জেভরেভ
মন্ট্রিল, ১০ আগস্ট ২০১৯ (বাসস) : মন্ট্রিল টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের সেমি ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। তবে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে অঘটনের শিকার হলেন দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিম ও তৃতীয় বাছাই জার্মানির আলেক্সজান্ডার জেরেভ। থিম হারের মানেন অষ্টম বাছাই রাশিয়ার ডানিল মেদভেদেভের কাছে এবং জেরেভ হেরে যান ষষ্ঠ বাছাই রাশিয়ার কারেন কাচানভের কাছে।
সরসারি সেটে জয় দিয়ে শেষ আটে উঠেছিলেন নাদাল। এই পর্বে নাদালের প্রতিপক্ষ ছিলেন সপ্তম বাছাই ইতালির ফাবিও ফগনিনি। প্রথম সেটেই নাদালকে হারিয়ে চমক দেখান ফগনিনি। ৬-২ গেমে জয় পান ফগনিনি। প্রথম সেট হেরে ব্যাকফুটে চলে যাওয়া নাদাল, ভড়কে যাননি। নিজের উপর আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন। তাই পরের সেটেই ঘুড়ে দাঁড়ান তিনি। ৬-১ গেমে দ্বিতীয় সেট জিতে নেন নাদাল। এতে ম্যাচে সমতা ফিরে।
সমতা আনতে পেরে আত্মবিশ্বসী হয়ে উঠেন নাদাল। তাই তৃতীয় ও শেষ সেটে ফগনিনিকে লড়াই করার সুযোগই দেননি ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। ৬-২ গেমে তৃতীয় সেট জিতে সেমিতে উঠেন নাদাল। সেমিতে উঠতে পেরে খুশী নাদাল। তিনি বলেন, ‘ফগনিনি খুবই ভালো খেলেছে। প্রথম সেটের পর আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে দ্বিতীয় সেটে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। আশা করি, এমন ফর্ম অব্যাহত থাকবে।’
নাদালের আনন্দের দিন হতাশা নিয়ে কোর্ট ছেড়েছেন থিম-জেরেভ। মেদভেদেভের কাছে ৬-৩ ও ৬-১ গেমে ম্যাচ হারেন থিম। আর কাচানভের কাছে ৬-৩ ও ৬-৩ গেমে হেরে যান জেরেভ।
বাসস/এএমটি/১৮১৫/মোজা/স্বব