বাজিস-৮ : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২২১টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে

145

বাজিস-৮
ভোলা-বিদ্যুৎ সংযোগ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২২১টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে
ভোলা, ১০ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ২২১টি পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল আজ শনিবার দুপুরে উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার এলাকায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার এই সংযোগের উদ্বোধন করেন।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, নতুন সংযোগ লাইনের জন্য ব্যয় হয়েছে ৬৭ লাখ টাকা।
এ উপলক্ষে দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খানম রেখা, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।
আলী আজম মুকুল এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার জনপদ আজকে আলোকিত হচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। তারা গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা লাভ করছে। অচিরেই এই জনপদের শতভাগ বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
এর আগে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
বাসস/এইচএএম/১৬৩৫/-এমকে