ডেঙ্গু সমস্যা নিয়ে রাজনীতি না করার আহবান তোফায়েলের

301

ভোলা, ১০আগস্ট, ২০১৯(বাসস): আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ডেঙ্গু সমস্যা মোকাবেলায় রাজনীতি না করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
আজ ভোলা জেলা পরিষদ চত্বরে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
তোফায়েল আহমেদ বলেন,ডেঙ্গু নির্মূলে লোক দেখানো পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো ঠিক নয়। অনেকেই শুধু ছবি তোলার জন্য পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।এগুলো না করাই ভালো।
ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটাই হবে আমাদের সকলের জন্য উত্তম পথ বলে উল্লেখ করেন তিনি।
তোফায়েল বলেন,ডেঙ্গু নিয়ে কেউ কাউকে দোষারোপ করা ঠিক হবেনা। তবে আমাদের আরো আগে থেকেই পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো উচিত ছিলো।
ভোলা চেম্বার অব কমার্স’র সভাপতি আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।