বাজিস-৬ : ডেঙ্গু প্রতিরোধে বান্দরবানে পরিষ্কার অভিযান

174

বাজিস-৬
বান্দরবান- অভিযান
ডেঙ্গু প্রতিরোধে বান্দরবানে পরিষ্কার অভিযান
বান্দরবান, ১০ আগস্ট, ২০১৯ (বাসস): ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বান্দরবান জেলা পুলিশ। শনিবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণ হতে শুরু করে রাস্তার দুই পাশে পরিষ্কারের মাধ্যমে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অভিযানে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পথচারীদের ডেঙ্গু থেকে মুক্ত থাকতে সচেতনতামুলক দিক নির্দেশনা দেয়া হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, বাংলাদেশ বেতার প্রতিনিধি আমিনুল ইসলাম বাচ্চুসহ পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক । অভিযানে পুলিশ সুপার বলেন, ডেঙ্গু রোগ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে । নিজ বাড়ি,অফিস আদালত এবং আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গু থেকে মুক্তি পাবো । তিনি আরো বলেন, এডিস মশা যেখানে বংশ বিস্তার করে সেই জায়গা ধ্বংস করতে হবে । কোন জায়গায় পানি জমতে দেওয়া যাবে না ।
বাসস/সংবাদদাতা/১৩৪৫/নূসী