উ. কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

411

সিউল, ১০ আগস্ট, ২০১৯ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়া শনিবার সাগর অভিমুখে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এ ধরনের একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হমহাং নগরীর নিকটবর্তী এলাকা থেকে পূর্ব সাগর অভিমুখে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। সাগরটি জাপান সাগর নামেও পরিচিত।
জয়েন্ট চীফস অব স্টাফের বরাত দিয়ে ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়া আরো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে কিনা তা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পর্যবেক্ষণ করছে।