বাসস ক্রীড়া-৯ : বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

258

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-ওয়ানডে
বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে
গায়ানা, ৯ আগস্ট ২০১৯ (বাসস) : বৃষ্টিতে পরিত্যক্ত হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ। গতরাতে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে কিছুক্ষনের জন্য হলেও ব্যাট-বল হাতে লড়াই করেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৩ ওভার খেলা হয়েছে।
গায়ানায় বৃৃৃৃষ্টির কারনে নির্র্র্ধারিত সময়ে ম্যাচটি শুরু হতে পারেনি। প্রায় ২ ঘন্টা পর খেলা শুরু হলে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত। আর ম্যাচটি ৩৪ ওভারে নির্ধারন করা হয়।
ব্যাট হাতে নেমে ১০ ওভারেই ৪২ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দলকে ভালো সূচনা এনে দিতে পারলেও, ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন মারকুটে ওপেনার ক্রিস গেইল। ৩০ বলে ৪ রান করেন তিনি। নিজের ৩১তম বলে ভারতের স্পিনার কুলদীপ যাদবের বলে আউট হন গেইল। ফলে ১১তম ওভারের প্রথম বলে ভাঙ্গে ক্যারিবীয়দের প্রথম উইকেট।
গেইল পারলেও, ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রেখেছিলেন আরেক ওপেনার এভিন লুইস। মারমুখী মেজাজেই ছিলেন তিনি। গেইলের বিদায়ে ক্রিজে লুইসের সঙ্গী হন শাই হোপ। তবে ১৩তম ওভারের পর বৃৃষ্টি নামলে থেমে যায় খেলা। এরপর আর খেলা শুরু হয়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
লুইস ২টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৪০ ও হোপ ৬ রানে অপরাজিত ছিলেন। ভারতের কুলদীপ ৩ রানে ১ উইকেট নেন।
আগামী ১১ আগস্ট পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাসস/এএমটি/১৯২০/স্বব