বাসস ক্রীড়া-৪ : সুয়ারেজ কামড় দিলে আমিও কামড় দিবো : কুটেপভ

166

বাসস ক্রীড়া-৪
ফুটবল-সুয়ারেজ
সুয়ারেজ কামড় দিলে আমিও কামড় দিবো : কুটেপভ
মস্কো (রাশিয়া), ২৩ জুন ২০১৮ (বাসস) : উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কামড় দিলে তাকে পাল্টা কামড়ানোর হুমকি দিয়ে রাখলেন স্বাগতিক রাশিয়ার ডিফেন্ডার লিয়া কুটেপভ। আগামী ২৫ জুন সামারায় এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও উরুগুয়ে। ম্যাচ চলাকালীন অতীতের মত কোন খেলোয়াড়কে সুয়ারেজ কামড় দিলে তাকে পাল্টা কামড় দেয়ার কথা বললেন কুটেপভ। তিনি বলেন, ‘অতীতে যা করেছে সুয়ারেজ, আবারো যদি এমন কান্ড করে তবে এবার আর তার নিস্তার নেই। আমাকে কামড় দিলে আমিও তাকে কামড় দেবো।’
ব্রাজিলে গত বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে নাতালে মুখোমুখি হয়েছিলো উরুগুয়ে ও ইতালি। ম্যাচ চলাকালীন ইতালির ডিফেন্ডার গিয়োর্গিও কিয়েলিনির ঘাড়ে কামড় দিয়ে বসেন সুয়ারেজ। এমন কর্মে অবাক হয়েছিলো পুরো বিশ্ব। পরবর্তীতে ফিফা কর্তৃক চার ম্যাচ নিষিদ্ধ হন সুয়ারেজ। অবশ্য পরে এমন কুকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। আর ঐ ম্যাচে ১-০ গোলে জিতেছিলো উরুগুয়ে।
এমন ঘটনা ব্রাজিল বিশ্বকাপেই প্রথম করেছিলেন সুয়ারেজ, তা কিন্তু নয়। প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে কামড়ানোর আরও রেকর্ড রয়েছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে আসার পর চেলসির সাইডব্যাক ইভানোভিচকেও কামড় দিয়েছিলেন তিনি। তারপর বিশ্বকাপে কিয়েলিনিকে।
চলতি বিশ্বকাপেও কি আবারো সুয়ারেজের কামড় কান্ড দেখবে ফুটবল বিশ্ব! এবার সুয়ারেজ কামড় দিলে কি হবে? এমন প্রশ্নের পর দর্শকদের মনেও হয়তো আবারো সুয়ারেজের কামড় দেখার ইচ্ছা জাগতে পারে। তবে সুয়ারেজের জন্য এবার তৈরি আছেন রাশিয়ার কুটেপভ।
গ্রুপের পর্বে নিজেদের প্রথম দু’ম্যাচে জিতে ইতোমধ্যে শেষ ষোলোতে নাম লিখিয়ে ফেলেছে রাশিয়া ও উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই মুখোমুখি হবে দু’দল। ঐ ম্যাচে সুয়ারেজ যদি রাশিয়ার কোন খেলোয়াড়কে কামড় দেন, তবে উরুগুয়ে ও বার্সেলোনার স্ট্রাইকারকে পাল্টা কামড় দিবেন কুতেপভ। সাহসের সাথেই তিনি জানিয়ে দেন, ‘তাকে কেন ভয় পাবো। আমি যেহেতু ডিফেন্ডার, তাই সুয়ারেজকে আটকানোইে হবে আমার প্রধান কাজ । আর অন্য আর একটা কারণ রয়েছে। অনেকে ভাবছেন, আমার সঙ্গে লড়াইয়ে না পারলে রাগ হয়ে আমাকে কামড়ও দিতে পারে সুয়ারেজ। তাহলে আমি বলব, নিজেকে তৈরি রাখো সুয়ারেজ। আমিও তাকে কামড় দেব।’
এবারের বিশ্বকাপের উদ্বোধণী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলে জয় লাভ করে স্বাগতিক রাশিয়া। পরের ম্যাচে মিশরকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করে রাশানরা। অথচ এই রাশিয়াকে নিয়ে বিশ্বকাপের শুরুতে আশা-ভরসা কমই ছিলো সে দেশের ফুটবলপ্রেমিদের। কারন বিশ্বকাপের আগে গেল অক্টোবর থেকে খেলা সাত ম্যাচেই জয়হীন ছিলো রাশিয়া। চারটিতে হার ও তিনটিতে ড্র করতে পারে তারা। আর এখন শেষ ষোলোতে পৌঁছে আরও অনেক দূর যাবার স্বপ্ন দেখছে রাশিয়া। এমনই বললেন কুটেপভ, ‘টুর্নামেন্ট শুরু আগে আমরা ভালো অবস্থায় ছিলাম না। কিন্তু মাঠে নেমেই আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। এর প্রধান কারন হলো, আমাদের দেশের সমর্থকরা। তারা আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। তাই এখন আমাদের লক্ষ্য বিশ্বকাপে আরও অনেক দূর যাওয়া। সেটা- সেমিফাইনাল, ফাইনালও হতে পারে। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে থাকবো এবং সব ম্যাচেই জয়ের জন্য খেলবো।’
বাসস/এএমটি/১০৫১/স্বব