বাসস দেশ-৪৪ : এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা অব্যাহত থাকবে : এলজিআরডি মন্ত্রী

553

বাসস দেশ-৪৪
এলজিআরডি মন্ত্রী- ডেঙ্গু- প্রচারণা
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা অব্যাহত থাকবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৮ আগস্ট, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্ট করা, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ রাজধানীর বেইলী রোড এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেশী দেশ ভারতের কলকাতার উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, তারা এখন সারা বছর ধরে এডিস মশার উৎসস্থল ধ্বংস করে ও সচেতনতামূলক কার্যক্রম চালায়। আমাদেরও বছরব্যাপী কাজ করতে হবে যাতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের উপস্থিতিতে নির্মাণাধীন রুপায়ন স্বপ্ন নিলয় টাওয়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
বাসস/সবি/এমএআর/২০৪০/জেহক