বাজিস-১০ : লামায় সম্প্রীতি প্রকল্পের সহায়তা পেল ২০ নির্যাতিত দুস্থ নারী

137

বাজিস-১০
লামায় সম্প্রীতি প্রকল্পের সহায়তা পেল ২০ নির্যাতিত দুস্থ নারী
বান্দরবান, ৮ আগস্ট, ২০১৯ (বাসস) : বান্দরবানের লামা উপজেলায় ২০জন নির্যাতিত দু:স্থ নারীকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে বেসরকারী সংস্থা তাজিংডিং।
বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলা পরিষদ মিলানায়তনে এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
সংস্থার দ্বন্ধ নিরসন ও সামাজিক সম্প্রীতি সহায়তা প্রকল্পের আওতায় এবং এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।
প্রকল্পের লোকাল ভলেন্টিয়ার মেডিয়েটর ফোরামের সাধারণ সম্পাদক ও লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।
ইউএসএআইডি’র অর্থায়নে জনপ্রতি ৩০ হাজার টাকা হারে ১০জন নির্যাতিত দুস্থ নারীদের পুণর্বাসন সহায়তা বাবদ ৩ লাখ টাকা ও নির্যাতিত নারীদের চলমান মামলা পরিচালনার জন্য জনপ্রতি ৫ হাজার টাকা হারে ১০ জনকে ৫০ হাজার টাকার এই সহায়তা করা হয়। এর আগে এ ২০জন নারীকে এ্যাডভোকেট দ্বারা কাউন্সিলিংও করা হয়।
বাসস/সংবাদাতা/১৯১৫/একেএইচ