বাসস দেশ-৩১ : রেলওয়ের অনলাইন ওয়েবসাইট বা কাউন্টার ছাড়া টিকিট ক্রয়ে বিরত থাকার আহবান

117

বাসস দেশ-৩১
অনলাইন-রেল টিকিট ক্রয়-আহবান
রেলওয়ের অনলাইন ওয়েবসাইট বা কাউন্টার ছাড়া টিকিট ক্রয়ে বিরত থাকার আহবান
ঢাকা, ৮ আগস্ট, ২০১৯ (বাসস): ট্রেনে ভ্রমনেচ্ছুকদের নির্ধারিত কাউন্টার বা রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ছাড়া টিকিট ক্রয়ে বিরত থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ আহবান জানানো হয়।
ট্রেনে ভ্রমনেচ্ছুক যাত্রীদের জ্ঞাতার্থে বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তিতে রেলওয়ে স্টেশনের নির্ধারিত টিকিট কাউন্টার বা বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে টিকিট ক্রয়ে বিরত থাকার কথা বলা হয়।
এছাড়াও নির্ধারিত টিকিট কাউন্টার বা রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ছাড়া ট্রেনের টিকিট সংগ্রহ করা হলে যাত্রী সাধারণ প্রতারিত হতে পারেন বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারকচক্র ‘চলো যাই ডটকম’ নামক একটি ওয়েবসাইট ও ফেসবুক পেইজ খুলে ট্রেনের টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়ে আসছিল। অনলাইন টিকিট ফটোসপ সফটওয়্যারের মাধ্যমে অবিকল নকল করে কতিপয় যাত্রীর কাছে বিক্রি করায় ওইসব যাত্রীরা স্টেশন গেইটে আটক হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনলাইনে প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে ট্রেনের নকল টিকিট বিক্রির অভিযোগে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
বাসস/সবি/এমএমবি/১৮৪০/-আসচৌ