পিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মালিক, হাফিজ

163

করাচি, ৮ আগস্ট ২০১৯ (বাসস) : ২০১৯-২০ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাত্র তিনজন খেলোয়াড় এ-ক্যাটাগরীতে চুক্তিভূক্ত হয়েছেন। তারা হলেন- বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ। আগের মৌসুমে যেখানে কেন্দ্রীয় চুক্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সব মিলিয়ে ৩৩জন খেলোয়াড় ছিলেন সেই সংখ্যা কমিয়ে ১৯-এ নামিয়ে আনা হয়েছে।
নতুন চুক্তিতে বাদ পড়ার তালিকায় রয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। কিন্তু জাতীয় দলের জন্য তারা বিবেচিত হবেন। পিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে গত ১২ মাসে খেলোয়াড়দের পারফরমেন্স ও ফিটনেসের সাথে আগামী মৌসুমে তারা কোন ধরনের ফর্মেটে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারবে সেই বিষয়গুলো তালিকা চূড়ান্তের সময় বিবেচনায় আনা হয়েছে।
আগের মৌসুমগুলোতে যেখানে পাঁচটি ক্যাটাগরীতে খেলোয়াড়দের সাথে চুক্তি করা হতো তার থেকে সড়ে এসে তিনটি মূল ক্যাটাগরীতে এবার খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। ১ জুলাই থেকে এই চুক্তি কার্যকর হয়ে ২০২০ সালের ৩০ জুন শেষ হবে। এই সময়ের মধ্যে পাকিস্তান শ্রীলংকার বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-২০ এবং বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
চুক্তিভূক্ত খেলোয়াড়রা হলেন :
ক্যাটাগরী-এ : বাবর আজম, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ
ক্যাটাগরী-বি : আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, ইনাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদী এবং ওয়াহাব রিয়াজ।
ক্যাটাগরী-সি : আবিদ আলি, হাসান আলি, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজাওয়ান, শন মাসুদ ও উসমান শিনওয়ারি।
নতুন চুক্তিভূক্ত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান বলেছেন, প্রতিটি ক্যাটাগরীতেই চুক্তির অর্থ অনেকাংশেই বাড়ানো হয়েছে। আসন্ন মৌসুমকে সামনে রেখে পিসিবি অনেক বড় লক্ষ্যস্থির করেছে।