ভোলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়

244

ভোলা, ৮ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় আজ বরিশাল বিভাগের নবাগত কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মতবিনিময় করেছেন। সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
এখানে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় আলাদা করে মাষ্টার প্লান করতে হবে। সকল সরকারি দপ্তরের সমন্বয়ের মাধ্যমে তাদের কাজ সম্পাদন এবং কর্মক্ষেত্রে আরো আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। একইসাথে সব ধরণের গুজব প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনোস্ক শিক্ষার উপর জোর দেন তিনি।
তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন বৃদ্ধি করতে হবে। আমাদের ছেলে মেয়েদের শুধু জিপিএ-৫ পেলে হবেনা একইসাথে ভালো মানুষ হতে হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সূপার সরকার মো: কায়সার, সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ প্রমূখ। সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।