বাজিস-৪ : ভোলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়

142

বাজিস-৪
ভোলা-মতবিনিময়
ভোলায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়
ভোলা, ৮ আগস্ট, ২০১৯ (বাসস) : জেলায় আজ বরিশাল বিভাগের নবাগত কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মতবিনিময় করেছেন। সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
এখানে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় আলাদা করে মাষ্টার প্লান করতে হবে। সকল সরকারি দপ্তরের সমন্বয়ের মাধ্যমে তাদের কাজ সম্পাদন এবং কর্মক্ষেত্রে আরো আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। একইসাথে সব ধরণের গুজব প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমনোস্ক শিক্ষার উপর জোর দেন তিনি।
তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন বৃদ্ধি করতে হবে। আমাদের ছেলে মেয়েদের শুধু জিপিএ-৫ পেলে হবেনা একইসাথে ভালো মানুষ হতে হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সূপার সরকার মো: কায়সার, সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ প্রমূখ। সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসস/এইচ এ এম/১৩৫৫/নূসী