বাসস দেশ-৩১ : জসিম উদ্দিন বিপিজিএমইএ’র সভাপতি পুনঃনির্বাচিত

285

বাসস দেশ-৩১
বিপিজিএমইএ-নির্বাচন
জসিম উদ্দিন বিপিজিএমইএ’র সভাপতি পুনঃনির্বাচিত
ঢাকা, ৭ আগস্ট, ২০১৯ (বাসস): বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে মো. জসিম উদ্দিন পুনঃনির্বাচিত হয়েছেন।
বুধবার এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের (২০১৯-২০২০ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ। কে এম ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক সহ-সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্বাচন বিধি মোতাবেক গত ২০ জুলাই এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৭ জন সদস্য হচ্ছেন- সাধারণ গ্রুপ – মো. জসিম উদ্দিন, সামিম আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ। সহযোগী গ্রুপ থেকে মো. নুর আলম বাচ্চু ও মো. গোলাম কিবরিয়া।
পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন- গিয়াসউদ্দিন আহমেদ, মো. ইউসুফ আশরাফ, এ কে এম জহিরুল কাইয়ুম খান, হুমায়ুন কবির বাবলু, মো. ইয়াকুব, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, রিয়াদ মাহমুদ, মো. শাহজাহান, তোফায়েল কবির খান, মো. খোরশেদ আলম, হাজী আব্দুল মান্নান, জনাব আব্দুল মুমিত, এনামুল হক।
নবনির্বাচিত ৭ জন সদস্যসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৯-২০২০) এসোসিয়েশনের নেতৃত্ব দেবেন।
বাসস/সবি/আরআই/১৯৪৭/এইচএন