বাসস ক্রীড়া-১০ : টি-২০ জয়ের সুখস্মৃতি নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে ভারত

296

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ভারত-উইন্ডিজ-ওয়ানডে-প্রিভিউ
টি-২০ জয়ের সুখস্মৃতি নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে ভারত
গায়ানা, ৭ আগস্ট ২০১৯ (বাসস) : তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি নিয়ে এবার ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামছে সফরকারী ভারত। তিন ম্যাচের সিরিজে কাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত ভার্সনে সব বিভাগেই স্বাগতিকদের পরাস্ত করার কারণে আসন্ন ওয়ানডে সিরিজেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে সফরকারীরা। ইনজুরি কাটিয়ে ইতোমধ্যে একাদশে ফিরেছেন শিখর ধাওয়ান। বৃদ্ধাঙ্গুলের ইনজুরির ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন এই ওপেনার।
আসন্ন সিরিজকে সামনে রেখে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘ওয়ানডে ও টেস্ট সিরিজে যতটুকু সম্ভব আমরা পশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করব। আমরা চাই ফল, জয় করতে চাই ক্রিকেট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলটি বেশ শক্তিশালী। সুতরাং আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে একটা দল হিসেবে একমাস উপভোগ করার চেষ্টা করব। ’
পক্ষান্তরে বিশ্বকাপের হতাশা দূর করতে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজও মরিয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি জয় করতে।
ম্যাচে ভারতীয় দলে ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে জুটিবদ্ধ হবেন রোহিত শর্মা। কেএল রাহুল ফিরে যাবেন ব্যাটিং লাইন আপের চার নম্বরে। মিডল অর্ডারের ব্যাটিংয়ে ভারত মানিষ পান্ডিয়া ও শ্রেয়াশ আইয়ারের মধ্যে একজনকে বেছে নেবে। টি-২০ সিরিজে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি পান্ডিয়া। তিন ইনিংস থেকে সংগ্রহ করেছে মাত্র ২৭ রান। তবে সেখানে ব্যাট করার সুযোগই পাননি ভারত ‘এ’ দলে সফলতা দেখিয়ে গত মাসে জাতীয় দলে সুযোগ পাওয়া শ্রেয়াশ।
ভারতীয় একাদশে জায়গা নিয়ে লড়াই হতে পারে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার মধ্যেও। তবে ফর্মে থাকার কারণে ৩৪ বছর বয়সি যাদবের চেয়ে এগিয়ে থাকবেন জাদেজা।
এদিকে বিশ্বকাপ শেষে বিশ্রামের পর ওয়ানডে স্কোয়াডে ফেরার অপেক্ষায় রয়েছেন দুই স্পিনার কুলদ্বীপ যধাব ও যুজবেন্দ্রা চাহাল। টি-২০ সিরিজে তাদের পরিবর্তে স্কোয়াডভুক্ত হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার ও ক্রুনাল পান্ডেয়া। টি-২০ সিরিজে দারুণ দক্ষতা দেখানো নবদ্বীপ শাইনি অভিষিক্ত হতে পারেন পেস আক্রমণে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ওয়ানডে অভিষেক অপেক্ষায় রয়েছেন অল রাউন্ডার রোসটন চ্যাজে। ‘এ’ দলের হয়ে ভারত সফরের সময় মনোমুগ্ধকর ৮৪ রান সংগ্রহ করেছিলেন চ্যাজে। কানাডায় অনুষ্ঠিত জিটি-২০ টুর্নামেন্টে সফল অংশগ্রহণ শেষে ফেরা ক্রিস গেইলের দিকেও থাকবে বাড়তি নজর। কানাডায় গেইল নেতৃত্ব দিয়েছেন ভ্যানকুভার নাইটের। ক্যারিবীয় ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক উইকেটরক্ষক-ব্যটসম্যান শাই হোপ অবশ্য ২০১৯ বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেননি।
দল (সম্ভাব্য) : ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, শেয়াস আইয়ার, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ(উইকেটরক্ষক), কুলদীপ যাদব, জুযবেন্দ্রা চাহাল, মোহ্মদ সামি, ভুবনেশ্বর কুমার, খলির আহমেদ, নবদ্বীপ সাইনি।
ওয়েস্ট ইন্ডিজ : এভিন লুইস, ক্রিস গেইল, ,িশমরোন হেটমায়ার, জন ক্যাম্পবেল, ফ্যাবিয়ার এ্যালেন, রোস্টন চেজ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, জেসন হোল্ডা(অধি:), নিকোলাস পুরান, শাই হোপ (উইকেটক্ষেক), শেলডন কট্রেল, ওশানে টমাস, কেমার রোচ।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩৫/মোজা/স্বব