বাজিস-১১ : নীলফামারীর ডিমলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

296

বাজিস-১১
নীলফামারী- মৃত্যু
নীলফামারীর ডিমলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
নীলফামারী, ৭ আগস্ট, ২০১৯ (বাসস): জেলার ডিমলা উপজেলায় আজ বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।
বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুইজন হলেন- দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।
আজ বুধবার দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ধনীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন শেখ বলেন, নিজের বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সুইচ মেরামত করছিলেন দিলীপ ইসলাম। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি আটকে গেলে পাশে থাকা স্ত্রী আছিয়া বেগম তাকে উদ্ধার করতে যান। এতে করে আছিয়া বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
তিনি জানান, ওই দম্পতির মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রি রুবিনা দুপুর ১২টার দিকে স্কুল থেকে ফিরে বাবা মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ধরতে যায়। এ সময় সেও বিদ্যুতের ধাক্কা পায়, তবে তার পায়ে জুতা থাকার কারণে সে প্রাণে বেঁচে যায়। পরে সে মেইন সুইচ অফ করে চিৎকার করলে প্রতিবেশিরা এসে দিলীপ ইসলাম ও তার স্ত্রী আছিয়া বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
ওসি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসি জানান, ওই দম্পত্তির দুইমেয়ে ও একছেলের মধ্যে বড় মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এবং অপর এক ছেলে ও এক মেয়ে স্কুলে পড়ে।
বাসস/সংবাদদাতা/১৯২০/এমকে