বেনাপোলে সাড়ে বার কোটি টাকার ভায়াগ্রা আটক

409

ঢাকা, ৭ আগস্ট, ২০১৯ (বাসস) : বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ সাড়ে বার কোটি টাকা মূল্যমানের ২৫শ’ কেজি ভায়াগ্রা পাউডার আটক করেছে। ঢাকা ৪৭/সি মিটফোর্ড রোডের মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ মিথ্যা ঘোষণা দিয়ে সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট নামে ভায়াগ্রা পাউডার আমদানি করে। কেমিক্যাল জাতীয় পণ্য চালানে বিশেষ নজরদারির কারণে এই মাদক পণ্য চিহ্নিত এবং আটক করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস্ কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বাসস’কে বলেন,ভারত হতে মিথ্যা ঘোষণায় বৈধ পণ্যের আড়ালে ভায়াগ্রা জাতীয় মাদক বন্দরে প্রবেশ করবে এমন গোপন সংবাদ আগাম কয়েক মাস আগেই পাওয়া যায়। এর ফলে কেমিক্যাল জাতীয় পণ্যচালানে বাড়তি সতর্কতা ও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এরই ভিত্তিতে গত ২৬ জুলাই ভায়াগ্রা পাউডারের বৃহত্তম চালান আটক হয়। পরে পণ্যের নমুনা পরীক্ষা করার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠালে সেখানে ভায়াগ্রা পাউডার থাকার বিষয়টি নিশ্চিত হয়।
তিনি জানান, অসত্য ঘোষণার দায়ে আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ এবং সিএন্ডএফ এজেন্ট সাইনি শিপিং সার্ভিসেসের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।
এদিকে,এই ঘটনার অধিকতর তদন্তের জন্য যুগ্ম কমিশনারের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে বেনাপোল কাস্টমস্ কর্তৃপক্ষ।
উল্লেখ্য,এর আগে ২০০ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান আটক করেছিল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।