নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

143

নীলফামারী, ৭ আগস্ট, ২০১৯ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১১টার দিকে কালেক্টরেট চত্ব¡রে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। পরে তিনি শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজ, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এসময় ওই অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।
এদিকে সকাল থেকে দিনব্যাপী নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্ম্মনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
একইভাবে জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও ওই অভিযান পরিচালিত হয়েছে।